শিউলী ফুলের ঘ্রাণ আসিলে
শিউরে ওঠে গা
শিউলী নামের সেই ফুলটি
আজও আমায় চায়।

সাদা রঙের ছোট্ট ফুলের
মন মাতানো ঘ্রাণ
শিউলী ফুলটি দেখতে পেলে
মেতে উঠে প্রাণ।

শিউলী ফুলের সুঘ্রাণ পেতে
মন করছে আনচান
ফুলটি আমার ফসকে গেলো
উধাও হলো ঘ্রাণ।

সু-কেসে আটকে রাখছে
ফোটা হইছে ফুল
নিঃশ্বাস বন্ধে বুঝতে পারছে
কী ছিল তার ভুল।

বন্দী থেকে ফুলটি যদি
মুক্তি পেয়ে আসে
শিউলী ফুলকে ভালোবাসি
রাখবো আমার পাশে।
--------------------------
রচনাকালঃ ০৮ মার্চ ২০২৫ খৃঃ
লেখার স্হানঃ সানকি পাড়া শেষ মোর,
আল আকসা টাওয়ার, সদর, ময়মনসিংহ।