যদি ক্রয় করো জায়গা-জমি।
তবে হয়রানি হবে,সবাই জানি।
ঘুষ বাণিজ্যের রপ্তানি,
ভূমি অফিসের হয়রানি।
স্থানীয় ক্ষমতা-বানদের ধান্দা,
ক্রেতা-বিক্রেতা দিবে চান্দা।
অস্ত্র-শস্ত্র তাদের ইস্যু,
বিপদ-জনক ভূমি-দস্যু।
দালাল নাকি উকিল কাকা,
উভয়ের থেকেই খায় টাকা।
কাফফারা না দিবে যতক্ষণ,
প্রেস কাগজেও ওয়ারিশগণ।
করতে চাইলে বাসা-বাড়ি,
ঠেক দিবে মালের গাড়ি।
যদি মালামাল নিতে চাও,
সন্মানি ভাতা দিয়ে যাও।
অধিক মুনাফায় মাল নিবে,
স্থানীয় ব্যবসায়ী বাধ্য করিবে।
ভয়-ভীতি প্রদর্শন তার,
স্থানীয় নেতা কর্তৃক ঠিকাদার।
মিস-কেস, মিথ্যা মামলার হয়রানি,
যুগের-যোগ ভোগান্তি জানি।
মানি-ব্যাগ কইরা ভারী,
থানা, কোর্টে দৌড়া-দৌড়ি।
প্রভাব বিস্তার আছে যাদের,
অবৈধ ভূমি দখলে তাদের।
আসল দলিল যার, ভূমি তার,
আইন বাস্তবায়নের অপেক্ষায় সবার।