রাজনৈতিক অঙ্গন ব্যর্থ হলো
প্রশাসন ও তাই
ছাত্র জনতার আন্দোলনে
দুর্নীতির নাই ঠাই।
চব্বিশের গণঅভ্যুত্থানের পরে
ছাত্র বসে হাই-চেয়ারে
গণ মানুষের নিন্দা তখন
চাপছে তাদের ঘারে।
ছাত্র হয়েও সরকার সেজে
দেশ চালাতে হয়
অনভিজ্ঞ শাসকের দেশ
কেমনে ভালো রয়?
এই বয়সের ছাত্ররা থ্রী-কোয়াটার
প্যান্ট পড়ে ঘুরে
বাপের লাঠির তাড়া খেয়ে
গাছের আগায় চড়ে।
সেই ছেলেরা দেশ চালাচ্ছে
বসের চেয়ারে বসে
তাদের চোখে এখন কী আর
সম্মানী কেউ ভাসে?
দেশ চালাতে ব্যর্থ তোমরা
দেশবাসী তা বলে
ষাঁড়ের কাঁধে জল দিয়ে কী
হালচাষ কভু চলে?
বন্যেরা বনেই মানানসই ও
শিশুরা মার্তৃ কুঁড়ে
শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনেই মানায়
ভুল পথে যেওনা দূরে।
কোন দুর্নীতিবাজ আর কখনো
হয় না যেন সরকার
ভালো মানুষ ক্ষমতায় আসুক
ফিরে পাব ভোটাধিকার।
-----------------
রচনাকালঃ ০১ মার্চ ২০২৫ খৃঃ
লেখার স্হানঃ সানকি পাড়া শেষ মোর,
সদর, ময়মনসিংহ।