গ্রীষ্মের পরে বর্ষা গেল
শরৎ পেল স্থান,
শরৎকালের রং ছিটিয়ে
পাকা তালের ঘ্রাণ।
শিউলি ফুলের সুগন্ধে আজ
কৃষ্ণচূড়া ও হাসে,
আকাশ জুড়ে দেখতে পেলাম
নীল শাড়িতে ভাসে।
সাদা বকের উড়াল দেখে
পুটি মাছের নাচানাচি,
জেলের সাথে মাছের খেলা
কাচকি মাছের ভাজি।
সবুজ গাছে শিশির ভেজা
ফুটছে কত ফুল,
শরৎ মানেই রূপের রাণী
এই কথাটাই মূল।
শরৎ নিয়ে কবির খেলা
পল্লীগায়ে মেলা,
হাসি-কান্নার রোদ বৃষ্টিতে
যায় যে সবার বেলা।
-----------------