সাগর চোর
কাজী আলম
-----------

মূর্খ চোর, নদী-নালা খাল-বিলের চুরি করে মাছ,
শিক্ষিত চোর পাহাড় কেটে চুরি করে গাছ।
পেটের দায়ে পাঁচশ টাকা চুরি করলে গাছে বেধে মারে,
বড় কর্তা পাঁচশ কোটি চুরি করলেও স্যার বলে তারে।

রক্ষকেরা ভক্ষণ করে লুটপাট করে দেশ,
গরীব দুঃখীদের সাজা দিয়ে মজা নেন বেশ।
ভৌগোলিক সীমান্তে ও সাগর চুরি করে,
সেন্টমার্টিন দ্বীপে গিয়েও জমি আঁকড়ে ধরে।

নারী নিয়ে ফুর্তি করে বুটঘর নামের ক্লাবে,
অধিন্তদের পাহারার ভয়ে কেউ যায় না ধারে।
দুর্নীতির ও লুটের টাকায় পঞ্চাশ কোটির ফ্ল্যাটে,
সন্তানেরা বিশ্রাম নেয় কোটি টাকার খাটে।

সাবেক আইজিপি বেনজির বজ্রকন্ঠে আওয়াজ তুলে
সাগরের তল দেশ থেকে অপরাধীদের আনতে তুলে।
অবশেষে দুর্নীতি ও চুরির দায়ে দেশ ছেড়ে পালিয়েছে,  
তাকে দেশে এনে বিচার করবে জনগণ ও ক্ষেপে আছে।
------------
রচনাকালঃ ১০ জুলাই ২০২৪
স্হানঃ ময়মনসিংহ।