ডালভাত তো দু-তিন বেলা রুটিনে রাখছি
প্রতি-দিনই না খাই শাক কিংবা সবজি।
মাছও না হয় মাঝে মাঝে টাচ করছি,
ঈদ ছাড়া মাংস একেবারেই ভুলে যাচ্ছি।
আয় রোজগারে দিন-রাত কেটে যাচ্ছি
নিত্য পণ্য ক্রয় করতে পিছুটান দিচ্ছি।
নিজে না হয় অল্প খেয়ে ক্ষুধার্ত থাকলাম
সন্তানের চাহিদা মেটাতে ঋণগ্রস্তও হলাম।
দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটও ভাঙবেনা
স্বাভাবিক জীবন যাপন ফিরেও আসবেনা।
ভেজাল খাদ্য গ্রহণে রোগে বাঁধছে বাসা
রাজনৈতিক অস্থিরতায় কেমনে সুস্থ আশা?
আর কী বলার আছে এই আমার রোজনামচা
সবাই খারাপ আছে, ভালো আছে কিছু চামচা!