বাংলাদেশের বয়াতি তুমি
কেন্দুয়া বাসির গর্ব
বাউল গানের ভক্ত আমি
ভোগ করি সব পর্ব।

সহজ সরল ভাষা তোমার
মধুর কন্ঠের গান
বাউল মানেই কুদ্দুস বয়াতি
বাঙালীদের প্রাণ।

বিদ্যা শিক্ষা কম করিলেও
জ্ঞানের আছে ভান্ডার
দেশ-বিদেশেও কাঁপিয়ে তুলে
দক্ষতা যে আছে তার।

সহজ সরল সাদা মনের
প্রিয় আমার বয়াতি
লম্বা চুলের বাহার দেখায়
গানে গানে যথারীতি।

কী সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে
মনের কথায় গানের সুরে...
সবাইকে সে আঁকড়ে ধরে।

বাঙ্গালীদের পক্ষ থেকে-ই
হাজার হাজার সালাম
তোমায় নিয়ে লিখতে পেরে
মহা খুশি হলাম।