পাতি নেতা
কাজী আলম
-----------
মা-বাবার কথা অমান্য করে
নেতাগিরি করে...
পড়া-লেখা বাদ দিয়ে সে
নেতার পিছে দৌড়ে।
বড় বড় নেতাদের সাথে
সেলফি তুলতেছে..
ফেসবুকেতে পোস্ট করে
ছাত্রনেতা সে।
পরীক্ষাতে ফেল করে সে
জায়গা পায়না ঘরে
অভাবের তাড়নায় সে
চুরি ছিনতাই করে।
অসৎ নেতার ছোবলে পড়ে
চাঁদাবাজি করে..
পাতিনেতা সেজে তিনি
ঘৃণার চোখে পড়ে।
তিনি অস্ত্র-শস্ত্র সহ যখন
ঠেক ভাজি করে
তখন প্রশাসনের সদস্যরা
হাতে নাতে ধরে।
অস্ত্র মামলার রিমান্ডে তার
চোখভেসে যায় জলে
এই সমস্ত নেতাদেরকে..
পাতিনেতা বলে…!
------------
রচনাকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ খৃঃ
লেখার স্হানঃ সানকি পাড়া, ময়মনসিংহ।