নাক ইন্দ্রিয় সতেজ করে
পাকা তালের ঘ্রাণে
শরৎকালের প্রিয় ফল
অন্ধ লোকও জানে।

তালের পিঠা ভিন্ন মিঠা
অন্যরকম স্বাদ
ভাদ্র মাসে পিঠা খেতে
কেউতো যায়না বাদ।

গল্পের মাঝে তালের পিঠা
খাইতে লাগে বেশ
পিঠার গন্ধে মনের মাঝে
দারুণ খুশির রেশ।

তাল রসের পায়েস রাঁধে
গন্ধে ভাসে ঘর
মায়ের হাতের পায়েস খেয়ে
জুড়ায় অন্তর।
-----------