যথারীতি আছি আমি নিরপেক্ষ
সকল অন্যায় কাজের প্রতিপক্ষ।
যেখানে আছে অন্যায় অবিচার
তার বিপক্ষে অবস্থান আমার।
যেখানেই থাকুক যত দুর্নীতি
তার বিপক্ষেই আমার রীতিনীতি।
যেখানে আছে ঘোষ বাণিজ্য
তার বিপক্ষেই আছি অনিবার্য।
যখনই দেখি আমি পা চাটার দল
তখনই ঘৃণায় চোখে আসে জল।
যখনই দেখি আমি প্রতারক
তখনই তাদের করি আমি আটক।
যদি দেখি দালাল-বাটপার,
চটকনা দিতে ইচ্ছা হয় আমার।
যদি দেখি চোর বা ডাকাত
দেখা মাত্রই আমি করি আঘাত।
যখনই দেখি আমি সন্ত্রাস
গালে মারি আমি টাস টাস।
যেখানে আছে মিথ্যার ঝুড়ি
সততার মাধ্যমেই প্রতিহত করি।