সেনাবাহিনীতে ১৭ বৎসর বয়সে, শুরু হলো কর্মজীবন
জীবন যৌবন শেষান্তে, অবসরে আজ করছি গমন।

জল্পনা কল্পনা বুকে জড়িয়ে, ছাব্বিশ বৎসর পর
অশ্রুসিক্ত বিদায় নিয়ে আজ, যাচ্ছি অবসর।

শরীর চর্চা করছিলাম তাই, সুস্থ ছিলাম আমি
অবসর জীবনে তা ধরে রাখা, কঠিন হবে জানি।

আমি অস্ত্র নিয়ে করছি ডিউটি, করছি কত ফায়ার...
চাকরির অফার আসে ঠিকই লাইসেন্স নাই যে আমার!

প্রশিক্ষণে ছদ্মবেশে নাকে-মুখে,মেখেছি কত কালি
স্মৃতিগুলো আজ ভেসে বেড়ায়, গায়ে ছিল বালি।

আমি সময়ে অসময়ে শুনবনা আর ফলিন বাঁশি
দেখব না আর সহপাঠীদের মিষ্টি মুখের তাজা হাসি।

সৈনিক ছিলাম খুব গর্ব ছিল, আরও ছিল অহংকার
অবসর জনিত বিদায় নিয়ে, বুকটা করছে হাহাকার।

অবসর জীবনে কাজে গেলে অবহেলার হব স্বীকার
কোথাও তখন পাওয়া যাবেনা ন্যায্য অধিকার।

সৈনিক জীবন শেষ করেছি, শৃঙ্খলায় ও সততায়
অবসর জীবন কাটিবে কেমন? আছি কিছু দুশ্চিন্তায়।

দেশ বিদেশের জল, স্থল ও আকাশ পথের স্মৃতি
অবসরে গিয়েও হবে স্মরণ,আমি ঘুরছি যথারীতি।

চাকরির মেয়াদ শেষ করে আজ যাচ্ছি অবসরে
স্মৃতিগুলো ভেসে বেড়ায় এই দুই নয়নের তরে।

আমি মিলিটারি পুলিশ ছিলাম গর্ব ছিল বেশ
শৃঙ্খলাকে মাথায় রেখে চাকরি করছি শেষ।

--------------------
রচনাকালঃ ০৮ জানুয়ারি ২০২৪
সিএমপি সেন্টার এন্ড স্কুল, সাভার সেনানিবাস।