নতুন বছর নতুন বই
পাইছি আমি হাতে
বইগুলো সব সুন্দর দেখে
পড়ছি দিনে রাতে।

নতুন বইয়ে নতুন লেখা
পড়ি শখে শখে
আরও মজা পাই যে আমি
ছবি আঁকা দেখে।

নতুন বই হাতে নিয়ে
পাঠশালাতে যাই
লেখাপড়া করে আমি
খুব-ই মজা পাই।

ভালো রেজাল্ট করি তাই
সবাই আদর করে
আম্মু আব্বু খুশি হয়ে
মজা আনে ঘরে।