আমি একটি কবিতা লিখব
ভাষা পাইনি খুজে...
চিন্তায় মগ্ন থাকি চোখ বুজে।
আমার মনগড়া শব্দের কবিতায়
হয়তো থাকবেনা প্রাণ
মনের অজান্তে তবুও গাই গান।
উপহাসের ভয়ে! আমার মতন
নব্য-নব্য কবিগণ...
লেখায় হোঁচট খায় যখন তখন।
কেউ তো নয় সরাসরি প্রবীণ কবি
ইহা ভাবতে ভাবতে..
লেখা বপন করি পেপারে আসে ছবি।
এইতো সে-দিন ছিলাম আমি নব্য কবি
জোড়া তালির লেখক..
আজ আমি বিখ্যাত সেরা লেখার নায়ক।