পৃথিবীর এই আলো দেখে নারীর কারণে,
অকালে সে পরপারে যায় নারীর কারণেই।
ছাত্র জীবন ও নষ্ট করেছে নারীর কারণে,
জীবন গড়ার পথ বেছে নেয় নারীর কারণেই।
জীবনটা হয় এলো-মেলো নারীর কারণে,
জীবন আবার গুছিয়ে তুলে নারীর কারণেই।
সুখের সংসার ধ্বংস করে নারীর কারণে,
দুঃখ ভুলে হাসি ফুটায় নারীর কারণেই।
দেশ ছাড়িয়ে বিদেশে যায় নারীর কারণে,
প্রবাস ছেড়ে সুখ ফিরে পায় নারীর কারণেই।
বন্ধু ও দেখি শত্রু হয় এই নারীর কারণে,
মিথ্যে মামলার ফাঁসি হয় নারীর কারণেই।
আদর্শ নারী হলে সুখ যে পাবে সবাই,
বিশ্বজয়ে ফুল ফুটাবে নারীর কারণেই।