মধু মাস,
জৈষ্ঠ মাসকে সবাই জানি মধু মাস বলে
মধু মাসে বাংলাদেশে নানান ফল ফলে।

রসালো সব ফলের জন্য মধু মাস হয় নাম
মৌমাছিরাও রস খেতে যায় শহর থেকে গ্রাম।

মধু মাসের মধু ফল সব জায়গাতে পাই
মধু মাসের ফলফলাদি সবাই মিলে খাই।

নিসা-নাসিফ গাছে উঠে  ফল ছিড়ে খায়
আকিফ বাবা ফলের রসে ভিষণ মজা পায়।

জাতীয় ফল বলতে গেলে কাঁঠাল তার নাম
ভিন্ন মজা পাইতে গেলে গাছ পাকা জাম।

মধুপুরের আনারস আর রাজশাহীর আম
চায়না থ্রী লিচু প্রিয় নাসিফ তার নাম।

দুধ-চিড়া খাচ্ছে তারা আম কাঁঠালের রসে
নানীর সাথে মজা করে আনন্দে ভাসে।

মধু মাসকে আটকে দিতে মনে চায় আমার
হরেক রকম ফল খেয়ে তৃপ্তি মিটে সবার।
-----------------