মিষ্টি হাসি
কাজী আলম ভূঁঞা
ঢাকার পথে এক গাড়ীতে
আমি আর স্যার
এর চেয়ে বেশি আনন্দ
আছে বলো কার?
স্যার আনিবে স্যারের মাকে
আমি আনবো মেয়ে,
উভয়েরই মহৎ উদ্দেশ্য
মিলে গেলো কেমনে?
আজকেই আবার আসবো ফিরে
ময়মনসিংহের বুকে
এসে যেন থাকতে পারি
দুঃখ ভুলে সুখে।
আজ মনে হয় ঈদের খুশি
তাইতো আমরা হাসি
মিষ্টি হাসি এই জগতে
সবাই ভালোবাসি।
-----------