আমরা যদি সঠিক ভাবে
মাইন্ড সেট করি,
উল্টা-পাল্টা কমেন্ট করে
বলব না আর সরি।
তোমরা পজেটিভ স্থানে যদি
মাইন্ড সেট করো,
বিরূপ ধারণা কমে যাবে
ধরে রাখতে পারো।
নিজের কাজে নিজে যেমন
অন্যকেও ভাবো তেমন,
নিজের কর্মে থেকো ঠিক
অন্যকেও ভাববে সঠিক।
মাইন্ড সেট যদি তোমার
একদম ভালো হয়,
তোমার দ্বারা অন্যের ক্ষতি
কোনো দিন-ই নয়।
---------------