মায়ের মৃত্যু বার্ষিকী
কাজী আলম ভূঁঞা
-------------------------
শ্রদ্ধেয় মা-জননীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ,
ধুঁকে ধুঁকে বোবা কান্নায় করছি মোনাজাত।
গত দু: বৎসর আগেও সামনে ছিল মা, বসে ছিলাম পাশে, সেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সকাল আটটা দশে! তখন মা হারানোর শোকে, ছিলাম পাগল বেশে..!
সেদিন প্রতিবেশী ও আত্মীয়-স্বজন,
সবার চোখেই ছিল জল, মা জননীর সন্তানেরা কাঁদতে-কাঁদতে বেহুশ ছিলাম, তখন গায়ে ছিলনা বল।
মসজিদে যেই চৌকি খানি করেছিলাম দান,
সেই চৌকিতেই মা-জননীর করিয়ে ছিল স্নান।
সাদা কাপড় পড়িয়ে মাকে রেখেছিল উঠানে
সবাই যদিও কেঁদেছিলাম নিরব ছিল মা সেখানে।
পালকিতে চড়িয়ে মাকে, নিয়েছিলাম মাটির ঘরে,
সে-ই যে বিদায় দিয়ে আসলাম, পাইনি তো আর ফিরে।সেদিন থেকেই মনের ভিতর দুঃখ আছে ঘিরে...!
মাগো, আজকের দিনে এক মুহূর্তেও, ভুলতে পারছিনা তোমায়, এই দিনে যে বিদায় নিলা, সেই স্মৃতিগুলো কাঁদায় শুধু আমায়।
কবিতাটি লিখতে গিয়ে, খেয়েছি অনেক হিমশিম,
মায়া-কান্নায় বোবা হয়ে, হারিয়ে ছিলাম লেখার থিম।
কবিতাটি লিখছি যখন চোখের জলে ভাসছি তখন,
মা হারিয়ে বুঝছি এখন, এই জগতে মায়ের মতো নেইতো কেউ আপন।
যখনই জিজ্ঞেস করতাম, মা তোমার জন্য কী কিনব আমি, মিষ্টি হাসি দিয়ে কইতা, আমার তো সবই আছে, দোয়া করি বাপ সুখে থেকো তুমি।
নিজের পেটে খোদা রেখেও আমার ভরা পেটে জোর করিয়ে খাবার খাওয়াইতা তুমি, এই সৃতিগুলোর ধ্যান আসিলেই স্তব্ধ হয়ে যাই আমি..!
অনেক দূর থেকে আজ আসছি আমি,
করছি তোমার কবর জিয়ারত।
জান্নাতের বাগিচায় থেকো..
আল্লাহ তায়ালা করবেন রহমত।
তোমার জন্য দোয়া ছাড়া, নেই তো কিছু চাওয়ার,
পরপারে ভালো থেকো 'মা' চাই যে দোয়া সবার..।
-----------------------------
রচনাকালঃ ১০ মার্চ ২০২৫ খৃঃ
লেখার স্হানঃ নিজ বাড়ি।