অস্ত্র ছেড়ে কলম ধরেছি
ন্যায়ের পক্ষে লিখবো
সৈনিক থেকে লেখক হয়েছি
আদর্শ ধরে রাখবো।

অসির চেয়ে মসি বড়
সর্ব জনেই জানে
কলম খুঁচায় ফাঁসি হয়
সবাই তাহা মানে।

কলম নিয়ে নামছি মাঠে
অস্ত্র রাখছি জমা
দেশদ্রোহী করলে কেহ
পাবেনা সে ক্ষমা।

বেয়োনেট আর গ্রেনেড নয়
কলমে দিয়েছি শান
বিবেক যুদ্ধে জয় চিনেছি
অকালে নয় প্রাণ।

ভয়-ভীতি নয় ন্যায়নীতিতে
কলম আমার চলবেই
ন্যায় প্রতিষ্ঠার যোদ্ধা আমি
কলম সৈনিক বলবেই।