দিল্লি থেকে নৌকা চালায়
    ওয়াশিংটনের ধান
দুই কর্তার মত-বিরোধে
     হারায় বহুত প্রাণ।

ভারতের দাবা-চালে ধানের
           হলো কাল
প্রশাসনের সাহায্যে নৌকায়
           ধরে হাল।

আমেরিকার নিষেধাজ্ঞার হুমকিতে
          নৌকা ডুবার ভয়!
বিএনপির লাফালাফি,ধানের শীষের  
           হবেই নাকি জয়।

বিএনপির এক দফা এক দাবি
          নির্দলীয় সরকার
লীগের স্লোগান শেখ হাসিনা সরকার
          বারবার দরকার।

জাতীয় পার্টি সুযোগ সন্ধানী
         সংসদের প্রধান বিরোধী দল
বিএনপির মূলদল মাইনাস করতে
    তৃণমূল বিএনপির মির্জাফরি ছল।

এদেশের সাধারণ জনগণই নাকি
      গঠন করবে সরকার
আ প  ম জনগণের চেচামেচি
  পায়না ভোটের অধিকার।

জামাত শিবিরের প্রতি অনেকরই
           বিরূপ ধারণা
বাম পন্থি দল-গুলোও সঠিকভাবে
           মূল্য পেলনা।

দ্বাদশ জাতীয় নির্বাচনের একতরফা
          তফসিল ঘোষণা
বিএনপির জোটের দল-গুলো তা
          মেনে নিলনা।

হরতাল আর অবরোধ চলছে
         আবার দেশে
জ্বালাও পোড়াও নাটকে নিরহ
        লোকও ফাসে।

ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশের
           সাথে মিশে
সরকার বিরোধী আন্দোলন প্রতিহিত
           করে দেশে।

আমেরিকার তুলা রাশি বাটি চালে
         ভাগ্য রেখা যার
এখন সাধারণ মানুষের মনের ভাষণ
      ক্ষমতার আসন তার।

বাংলাদেশে ভিন্ন দেশের কর্তৃত্বে
      গঠন করবে সরকার
আমরা দেশপ্রেমিক আছি যারা
    দিব না সেই অধিকার।
-----------------------
রচনাকাল : পহেলা জানুয়ারি ২০২৪
স্হান : কেন্দুয়া-নেত্রকোনা।