দাদা আমার ঘরে নাই
দাদু গেছে কই?
নানা- নানী আইছে আমার
মিষ্টি খেয়ে লই।

নানী আনছে নতুন জামা
নানা আনছে মজা
মজার পুটলা খুলে দেখি
জিলাপি আর গজা।

দাদা-দাদী, নানা-নানী
এক সাথে বসে
পানের বাটা হাতে নিয়ে
খিলখিলিয়ে হাসে।
-------------
রচনাকালঃ ২১-০১-২০২৫ খৃঃ
স্হানঃ আকুয়া বাইপাস, ময়মনসিংহ।