বছর ঘুরে পহেলা এপ্রিল আসছে আবার চলে
আজকে আমার জন্মদিন ডকুমেন্ট তা বলে।
ঘুম থেকে আজ ওঠার পরে ফোনটি নিলাম হাতে
শুভাকাঙ্খীদের শুভকামনা লেখা দেখছি তাতে।
জন্ম আমার পহেলা এপ্রিল উনিশশত আশি সালে
সেদিনের সময় লেখা আছে বৃহস্পতিবার বিকালে।
নেত্রকোণার কেন্দুয়া থানার রাজনগরে জন্মস্থান
সেনাবাহিনী থেকে অবসর এসেও ন্যায়ের পক্ষে অবস্থান।
পয়তাল্লিশ তম বৎসর আমার অতিবাহিত হলো
সুখে-দুঃখে দিনগুলো তো ভালোই কেটেছিল।
আমাদের জীবন মানেই মিশ্রিত আলো ও অন্ধকার
তবুও জন্মদিনকে ঘিরে, বার্তা পাচ্ছি শুধুই প্রশংসার।
সোনার দেশের ফসল আমি জন্মেছিলাম দেশে
জীবন বাজি রাখবো আমি দেশকে ভালোবেসে।
আজ জন্মদিনে সবার কাছে দোয়া চাই আমি
আপনাদের এই দোয়ার ফলন অতুলনীয় দামি।
-------------
রচনাকালঃ পহেলা এপ্রিল ২০২৫ খৃঃ
স্হাঃ নিজ বাড়ি, ও রোয়াইল বাড়ি।