কাঁঠাল
কাজী আলম ভূঞাঁ
আমাদের এই বাংলাদেশে বিশাল বড় ফল
জাতীয় ফল কাঁঠাল খেয়ে গায়ে আসে বল।
আজকে শুধু লিখবো আমি কাঁঠাল নিয়ে লেখা
হাট-বাজারে ঘ্রান যে আসে জাতীয় ফলের দেখা।
হাতের মাঝে তেল লাগিয়ে ভাঙ্গি আমি কাঁঠাল
জাতীয় ফল হলেও কিন্তু স্বভাবটা তার আঠাল।
বাচ্ছারা কেউ বলে লিচু কেউ বলে লিচি
পুড়িয়ে খেতে মজা পাই কাঁঠালের বিচি।
জাতীয় মাছ ইলিশ হলেও সোনার চেয়েও দামি
জাতীয় ফল সবাই খায় সাক্ষী আছি আমি।
রসে ভরা টলমল খাইতে লাগে মধুর
পুষ্টি-গুণে ভরপুর অপুস্টি করে দূর।