হিজরি ৬ষ্ঠ সনে জ্বিলকদ মাসে হুদাইবিয়ার অভিযান
সেই সনে নবী (সাঃ) স্বপ্নে উমরাহ পালনে মক্কায় যান।

নবীর স্বপ্ন নিছক স্বপ্ন নয় ওহী বলে জানা হয়
তখনই সাহাবীগণকে নবী মক্কায় যাওয়ার কথা কয়।

চৌদ্দশত সাহাবীসহ উমরাহ পালনে যখন মক্কার পথে
মুশরিকদের দ্বারা বাধাপ্রাপ্ত যেন না পারেন পৌঁছাতে।

হুদাইবিয়া নামক স্থানে তিনি তীব্র বাধার সম্মুখীন হয়
সানিয়াতুল মিরার নামক স্থানে উটনী তখন বসে রয়।

কুরাইশরা তখন সামরিক অভিযানের হুমকি দেয়
অবশেষে কুরাইশদের পক্ষ থেকে দূত পাঠানো নেয়।

সেই মিটিং এ অনেকগুলো বিষয়ে সমঝোতা করা হয়
এগুলোই হুদাইবিয়ার সন্ধি হিসেবে পরিচিত হয়।

নবী করিম (সাঃ ) উমরাহর জন্য যে পশু নিয়ে যান
সেখানেই কোরবানী করে শেষ হয় হুদাইবিয়া অভিযান।

অতপর ক্বোরআনের সুরা ফাতাহ'য় যাহা উল্লেখিত রয়
এই সন্ধিকে ফাতহুম মুবিন হিসেবে অবহিত করা হয়।
-------------