গ্রীষ্ম গেলো বর্ষা গেলো
আরো গেলো শরৎ
কৃষকের মুখে হাসি ফুটিয়ে
হেমন্ত এলো ফেরৎ।

সোনালী ধান হলদে পাকা
কেটে আনবে চাষি
ধান শুকিয়ে গোলা ভরে
ফুটবে মুখে হাসি।

নতুন চালের মুড়ি ভাজে
খেজুর গুরে খায়
ভিন্ন রকম পিঠা বানায়
খেয়ে মজা পায়।

শিশির ভেজা সবুজ ঘাস
প্রাণ ফিরে পায়
সকাল বেলা মিষ্টি রোদ্রে
ভিটামিন -ডি খায়।

শিউলি,ছাতিম,গন্ধরাজে
সুগন্ধি ফুলের ঘ্রাণে
নবান্নের ঘ্রাণ ছড়িয়ে যায়
হেমন্তের আগমনে।