গ্রামের রাজা রাজনগর
কাজী আলম ভূঁঞা
---------------
নেত্রকোণার কেন্দুয়া থানার
রাজনগরের ছেলে
গ্রামে গঞ্জে ঘুরতে গেলেও
কবি আমায় বলে।
গ্রামের ছেলে গ্রামে গেলে
মনটা যে হয় ভালো
পুরো গ্রামে ছড়িয়ে আছে
ভালোবাসার আলো।
শিশু কাল ও বাল্য কালের
স্মৃতিগুলো ভাসে
সারা গ্রাম ঘুরে বেড়াই
সবাই দেখি হাসে।
বাড়ির সামনে ফসলি জমি
শাক সবজির সাজে
কৃষক বন্ধুরা হাসি মুখে
থাকে তারা কাজে।
গ্রামের সামনে বাইলে বিল
মাছ ধরিতে যাই
দেশী মাছ ধরে এনে
মজা করে খাই।
বাড়ি-থেকে বিল পর্যন্ত
বিশাল দুটো গোপাট
সৌন্দর্যের রূপ ফিরে পেতো
করলে আবার ভরাট।
আমার গ্রামে তিন টি স্কুল
আর ও দুটি মাদ্রাসা
শিক্ষার আলো পায় যে সবাই
পায় যে ভালোবাসা।
গ্রামটি আমার বিশাল বড়
প্রায় তিন কিলোঃ
কাঁচা পাকা রাস্তা সহ
পরিবেশ খুব ভালো।
উজান ভাটির প্রকৃতির রূপ
এল সিস্টেমের গ্রাম
নদী-নালা, খাল-বিল সহ
আছে আম-জাম।
গ্রামের মানুষ সহজ-সরল
সাদা মনের মানুষ
আলোর পথ পাইলে তারা
কেউ হবে না বেহুশ!
ঐতিহ্যবাহী খেলার মাঠ
আছে গ্রামের মাঝে
দেশী-বিদেশীরা খেলা করে
রঙ-বেরঙের সাজে।
গ্রামের রাজা রাজনগর
মেসেঞ্জারে গ্রুপ
সমকালীন প্রেক্ষাপটের
পাচ্ছি সকল রূপ।
সৎ ও নির্মোহ ব্যক্তির নেতৃত্বে
হাল ধরিতে হবে
দেশ-বিদেশে গ্রামের সুনাম
উজ্জ্বল হবে তবে।
-------------
রচনাকালঃ ১৮-০২ - ২০২৫ খৃঃ
সানকি পাড়া, ক্যান্ট মার্কেট, ময়মনসিংহ।