রাজাকারের নাতি-পুতি প্রধানমন্ত্রীর বেফাস একটি কথায়,
শেখ হাসিনার পতন দেখে ভারতীয়রাও কাঁদে ব্যথায়!
বিপ্লব পালিয়ে জাতের কাছে, নিখোঁজ হয়েছে হারুন,
বিপ্লবী ছাত্ররা উপদেষ্টা হয়ে খেলা দেখাইছে দারুণ।
কোথায় আছে আজিজ সাহেব! কোথায় দাপটের বেনজির?
কাউয়্যা কাদের উড়াল দিয়েছে মির্জা ফখরুল হাজির।
তুমি বিচারপতি কালা মানিক করছো বে-বিচার,
কলা পাতায় শুয়ে ছিলে জেলখানায় খাও খাবার।
কোথায় আছো বোরখা শামীম কোথায় খেলছো খেলা?
নাবালকদের ব্যাটিং ঝড়ে পালিয়ে কাটাচ্ছো বেলা।
ফিটনেস বিহীন শিক্ষা মন্ত্রী লাইসেন্সবিহীন দীপু মনি,
শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ডিম থেরাপির পাচ্ছ খনি।
ক্ষমতার বলে বন্ধ করতো ইন্টারনেটের ঝলক,
রিমান্ড নামের নির্যাতনে হাসিনাকে দুষছে পলক।
মমতাজের বিদ্যুৎ বিক্রিতে বুকটা ফাইট্টা যায়,
ঢলি শায়ন্তনী গান গেয়ে যে ভিষণ মজা পায়।
চাঁদাবাজ আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলে,
লুৎফরুজ্জামান বাবর তোমায় পাইলে খাবে গিলে।
সালমান এফ রহমান দরবেশ বাবা খেয়া ঘাটে ধরা, আইনমন্ত্রী আনিসুল সহ রিমান্ডে বাম্বু খাচ্ছে তারা।
সাদ্দাম তোমার অহংকারে-ই ছাত্রলীগের পতন,
ছাত্র-জনতা খুঁজছে তোমায় পাইলে করবে যতন।
সমন্বয়করাও ফ্যাসিসের মতো একই পথের পথিক
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভালো হওয়া উচিত।
সাকিব-মাশরাফির অধ:পতন রাজনীতির বিষ খেয়ে,
রাজনীতি করলে শিক্ষা নিও তাদের দিকে চেয়ে।
অধ্যাপক ড: ইউনুসের গ্রহণযোগ্যতা সারা বিশ্বে পায়
দেশ পরিচালনার কাজে তাকে সহযোগিতা করা যায়।
দ'হাজার চব্বিশে ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারালো বেশ,
ইহা থেকে শিক্ষা নিয়ে ড: ইউনুস পরিচালনা করুক দেশ।
----------------
রচনাকালঃ ১২ এপ্রিল ২০২৫ খৃঃ
স্হানঃ ক্যান্টনমেন্ট মার্কেট,সানকিপাড়া, ময়মনসিংহ