শীতের শেষে ফাগুন আসে
ঋতু বদলে যায়
ঘন কুয়াশার ভারী আকাশ
উজ্জ্বল আলো পায়।

ফাগুন এলেই সরে যায়
শীতের সর্দি কাশি
ফাগুন মানেই আকাশছোঁয়া
ফুল বাহারে হাসি।

ফাগুন মানেই রঙের মেলা
পাখির কলরোল
কোকিল পাখির ডাক শুনিয়া
মনে লাগে দোল

সবুজে-লালে, হলদে-নীলে
সাজে বাংলার প্রান্তর
পাখিরা সব ডাকে যে রব
উৎফুল্ল হয় অন্তর।

ফাগুন মানেই ফুলের মেলা
হাওয়ায় মধুর ঘ্রাণ
প্রকৃতির এই রঙের মেলায়
জুড়ায় মন প্রাণ।
-------------
রচনাকালঃ পহেলা ফাল্গুন-১৪২৭
লেখার স্হানঃ ক্যান্টনমেন্ট কাঁচা বাজার
সদর, ময়মনসিংহ।