ফাগুন এলো
কাজী আলম
----------------
মাঘের শেষে ফাগুন এলো
শীত নিয়েছে বিদায়
ভারী পোশাক খুলে রাখছি
ভুগছি না আর ক্ষুধায়।
অগোছানো কাঁথা কম্বল
যত্ন করে রাখছি
জানালাটি খোলা রেখে
ফাগুন হাওয়া পাচ্ছি।
ঘন কুয়াশা ভেদ করিয়ে
রৌদ্র হাসে বেশি
শীতের দাপট হার মেনেছে
গরীব দুঃখী খুশি।
দুই মাসের শাসন কালে
জনদুর্ভোগ দেশ
দশ মাসের কারাবন্দিতে
হাসছে সবাই বেশ।
আগুনঝরা ফাগুন এলো
বসন্তের-ই কালে
ফুল ফুটিয়ে রঙিন করলো
কৃষ্ণচূড়া ডালে।
-----------
রচনাকাল : ১৪ ফেব্রুয়ারি ২০২৪
স্হানঃ ময়মনসিংহ