ঈদ হলো না বাড়িতে
কাজী আলম
পরিবার ও আত্বীয়সজন
সবাই আছে আশায়
সবাই মিলে ঈদ আনন্দ
করবো নিজের বাসায়।
সবাই জানে সুখের জীবন
করছি সোনার চাকরি
ঈদ পর্বেও যে পাইনি ছুটি
কেমনে যাব বাড়ি?
মনের ভিতর আশা গুলো
রাখছি অনেক পোষে
যার কারনে পাইনি ছুটি
সেই আবার দোষে।
এবার ঈদ ও পরিবারের সাথে
হবে না আর দেখা
আমি কর্মটাকেই প্রাধান্য দেই
মনটাকে দেই ছ্যাকা।
ছুটি সংকটে ভুগছি আমি
কষ্টের নেই শেষ
এই ঝামেলা সেই ঝামেলায়
চাকরি করছি বেশ!