দ্রব্যমূল্য
কাজী আলম ভূঞাঁ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কেউ বলেনা ব্যর্থ
সবাইতো রক্ষা করে সিন্ডিকেটের স্বার্থ।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তারা ব্যর্থ কেন হয়?
সিন্ডিকেটের স্বার্থ রক্ষা আমার মনে কয়।

বিক্রেতারা দাম বাড়িয়ে হচ্ছে বড়লোক
ক্রেতারা তা ক্রয় করে পায়না মনে সুখ।

শুকনো মরিচ পাঁচশত পেঁয়াজের কেজি আশি,
কাচা মরিচের দাম শুনে মনে মনে হাসি।

মাছ মাংস কিনব কেমনে পকেটে নেই টাকা
মেহমান আসায় লজ্জিত পকেট আমার ফাঁকা।

সবজিমলে আগুন... লোকমুখে শুনি
নিত্যপণ্য কিনতে গেলে অধিক মাশুল গুনি।

দিন মজুরের চোখের পানি অঝোরেতে ঝরে
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বাঁচবে কেমন করে।

অধিকাংশ  মানুষ এখন অপুষ্টিতে ভোগে
নুন আনতে পান্তা ফুরায় অনাহারীর সুখে!
------------