মহ-ঔষধী হলো বিনোদন,
দূর করে দেয় ডিপ্রেশন।
নিত্য নতুন নৃত্যানন্দে
মন ভরে যায় ছন্দে।
মন ভরে শোনো গান,
আনন্দিত হবে প্রাণ।
বিনোদনের উপভোগ,
ভিন্ন রকম কৌতুক।
ম্যাজিশিয়ানে দেয় ফাঁকি,
ডিম থেকে বানায়ে পাখি।
দর্শক বুঝতে পারেনা সঠিক,
কিভাবে আমি দেখাই ম্যাজিক।
দুশ্চিন্তাকে করো মানা,
ডিপ্রেশনকে দিও হানা।
খেলাধুলা করে যে জন,
ডিপ্রেশনে ভুগেনা সে-জন।
পর্যাপ্ত বিশ্রামের অবদান,
ডিপ্রেশনের প্রতিদান।
ডিপ্রেশনকে পাত্তা দেওয়াই ভুল,
স্বাস্হ্যই সকল সুখের মূল।
হাসি খুশি থাকো যদি,
ডিপ্রেশনের হবে ক্ষতি।
শিশু বাচ্চা নিবে কোলে,
ডিপ্রেশন কে যাবে ভুলে।
ফ্যামিলিকে সময় দিলে,
ডিপ্রেশন ও হেসে বলে।
বিনোদনে আছো বলে
বিদায় নিয়ে গেলাম চলে।
ভ্রমণে দেশ বিদেশে ঘুরে,
আনন্দে মন ফুরফুরে।
এসো সবাই করি বিনোদন,
দূর করে দেই ডিপ্রেশন,
ভালো রাখি সবার মন।