ক্রিকেট নাটক
কাজী আলম
ক্রিকেট নাটক ক্রিকেট নাটক
দেখতে ইচ্ছে করছেনা আর,
তামিম ইকবাল বোমা ফাটালো
খলনায়কের ভূমিকা ছিল কার।
দেশ সেরা ওপেনার হয়েও
বিশ্বকাপে জায়গা নেই যে তার
ক্রিকেট দুর্নীতির নাটক খেলা
ভক্তরা মানতে পারছেনা আর।
নাফিস ইকবাল যে রিমুভ হলো
তিনিও ছিলেন ষড়যন্ত্রের স্বীকার
আশরাফুলকে নিয়েও ছিল নাটক
দেশবাসী ও জানে তা পরিস্কার।
আমরা মাঝে মাঝে দেখতে পাই
মাহমুদুল্লাহর ও দলে জায়গা নাই।
রিয়াদকে নিয়েও ধারাবাহিক নাটক
তার ও ভক্ত দেখি কোটি গায়ক।
দেশ সেরা অধিনায়ক হয়েও
মাশরাফি কম ভুক্তভোগী নয়,
দেশের মানুষের চাওয়া এখন
মাশরাফি যেন সভাপতি হয়।
ক্রিকেটে ইনজুরির ষড়যন্ত্রে
আনফিট করে সাপের মন্ত্রে।
অনেকেই মূল্যায়ন না পেয়ে
কষ্টের কথা বলে অবসরে গিয়ে।
সাকিব নিয়ে ও যে হবে নাটক
গবেষণা করেছেন অনেক ঘটক
বিশ্বকাপ খেলা দেখেনা অনেকেই
কারণ তামিম ইকবাল দলে নেই।