ছড়ার কোলে আরশি দোলে
পেলাম বিজ্ঞাপন
প্রতিযোগিতায় অংশ নিয়ে
উচ্ছ্বাসিত মন।

আরশি তুমি জ্ঞানের আলো
বিশ্ববাসীও জানে
তোমার কোলে ঠাই পেয়ে
খুশি মনে প্রাণে।

আরশি তুমি লেখক গড়ার
বড় কারিগর
তোমার মাঝে পেয়েছি আমরা
সম্মাননার ঘর।

আরশি তোমার কাব্য সাগরে
হাবু-ডুবু খাই
তুমি যখন স্পর্শ করো
চাঁদ নাগাল পাই।

আরশি তোমার মায়া জালে
আটক হলো যে
কাব্য লেখায় এই জগতে
ধন্য হলো সে।