শিশু কাল কেটে ছিল
ছিলাম মা-বাবার
ছাত্র জীবনে দাবি করে
বন্ধুরা কয় আমার।
প্রেমে যখন পড়লাম আমি
বান্ধবী কয় তার
চাকরি যখন পেলাম আমি
সরকার বলে আমার।
বিয়ে-শাদী করলাম আমি
স্ত্রী বলে তার
সন্তানাদী হলো যখন
বাচ্চা বলে আমার।
বৃদ্ধ বয়স হলো যখন
মসজিদ বলে তার
আজরাইলে ডাকলো যখন
কবর বলে আমার।
আল্লাহ বলে নিয়তির খেলা
দেখলাম কত বার
শুরু থেকে শেষ পর্যন্ত
সব সময়ই আমার।