বঙ্গবন্ধু তোমার সংগ্রামেই পেয়েছি লাল সবুজের পতাকা
তোমার সংগ্রামেই পেয়েছি মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা।

তুমি জন্মেছিলে বলেই পেয়েছি একটি স্বাধীন দেশ
তুমি চলে গেছো বলেই দুর্দশার নেই কোন শেষ!

সাদা জাতী ও সিঁদুরের-র তাদের স্বার্থেই দিচ্ছে গোপন মন্ত্র
ক্ষমতার লোভে স্বাধীনতা হরণের চলছে তো চলছেই ষড়যন্ত্র।

এই সোনার দেশটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে দুর্নীতিবাজ লুটেরা
ক্ষমতা হারানোর পর রাঘব বোয়ালগুলো দুদকের জালে পড়ছে ধরা।

তোমার বজ্র কন্ঠে নির্ভীক সততার সেই ভাষণ আজও পরছে মনে
মুজিব তুমি বেঁচে থাকলে আইন শাসনে ধরত না যে ঘুনে।

হে বঙ্গবন্ধু তুমি ছিলে মানব মুক্তির পথে মহা দার্শনিক
কম্বল বিতরণে প্রমাণিত ছিলে তুমি মানবতার আধুনিক।

স্বদেশের বুকে স্মরণে বরণে সততায় লেখা  তোমার নাম
বিশ্ব নেতার সংকটে আজ তোমায় খুঁজে ছিলাম।  

এই দুর্ভাগা পৃথিবী যদি, আর একটিবার তোমাকে পেতো
নিরুপায় ও অসহায় মানুষ গুলো কিছুটা রক্ষা পেয়ে যেতো।

বীরত্ব ছিল তোমার, দাসত্ব থেকে মুক্তির অবদানে নেতৃত্বও ছিল তোমার  
ভেঙ্গেছিলে পরাধীনতা এনেছিলে স্বাধীনতা হাসি ফুটিয়েছিলে সবার।

সকল নদী-নালা, যেমন মহাসমুদ্রে মিশে যায়
তেমনি তোমার ডাকে সকল মানুষ স্বাধীনতা পায়।

হে বঙ্গবন্ধু অনন্তকাল বেচে রবে তুমি কবিতা গল্পে ও গানে গানে
এই বাংলার ধূলিকণাও জানে, মিশে আছো তুমি বাঙ্গালীদের প্রাণে।

দেশী বিদেশীদের গভীর ষড়যন্ত্রে গণতন্ত্র আজ হুমকির মুখে
তুমি বেছে থাকলে আজ তাকিয়ে থাকতে হতোনা কারোর দিকে।

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন
তোমার নেতৃত্বের ধরণের অভাবে আমরা আবারও হব কী পরাধীন?

যেই আসে ক্ষমতায় গরীব দুঃখীর পক্ষে নয় শুধু উন্নতির কথাই ভাবছে
তোমার স্বপ্ন বাস্তবায়নের আশায় জাতি  আজ তোমাকেই খুঁজছে।