আপু তোমার বিয়ে হয়েছে
স্বামীর বাড়িতে থাকো
কোনটা তোমার নিজের বাড়ি
হতাশায় আজ ভোগ।
বাপের বাড়ি রসের হাড়ি
থাকেনা বেশি দিন
মা-বাপ আছেন যত-দিন
বাপের বাড়িও ততদিন।
তোমার সন্তানেরা বড় হয়েছে
সংসার নিয়ে ব্যস্ত
বাপের বাড়ি ভুলবার পথে
সন্তানের হউ দারস্ত।
ভাইয়েরা তোমার রথ হারালো
ভাইপুত নেয়না ধরে
ভাই ভাভীরাও আগের মতন
বলেনা এসো ঘরে।
বাপের বাড়িতে অংশ পাবে
যদি করো দাবি
আসা যাওয়া যে বন্ধ হবে
বাস্তব বলেছি সব-ই।
সব বোনেরা আজ অসহায়
দেখেন সকল ভাই
কোনটা তাহার নিজের বাড়ি
সঠিক বলতে পারেনাই।