বলবো আমি দেশের কথা
কাজী আলম ভূঁঞা
----------------

বলবো আমি দেশের কথা
একটু শুনুন ভাই,
দেশটাকে যে গিলে খাচ্ছে
সচেতন করছি তাই।

দেশের সম্পদ পাচার করে
পালিয়ে গেছে যারা,
জনসাধারণ সচেতন হলে
রক্ষা পাবে না তারা।

দুর্নীতিবাজ ধরা খেয়েও
প্রশ্রয় পায় যাদের,
দুর্নীতিবাজদের ঘৃণা করি
ঘৃণা করি তাদের..।

একশো কোটি দুইশো কোটি
পাঁচশো কোটি নয়,
হাজার কোটি দুর্নীতি করে ও
ক্ষমতার দেখায় ভয়!

দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি করতে
সিন্ডিকেট করেন যারা,
তাদের হাত-পা ভেঙে দাও
দাঁড়াতে পারবে না তারা।

গার্মেন্টস শ্রমিক দিয়ে যারা
অস্থিতিশীল করে,
যেই দলের-ই হোক না তারা
চাবুক মারো ধরে।

রিকশা নিয়ে নতুন খেলা
খেলতে ছিল যারা,
অপরাধীদের ধরে আনো
রক্ষা পাবে না তারা।

আনসার সদস্যরা বিদ্রোহ করে
বন্যা হলো যখন,
তারা সচিবালয় ঘেরা করে
অবাক জনগণ।

স্কুল কলেজ ভার্সিটিতে ও
চলছে আন্দোলন,
কঠোর হস্তে দমন করো
প্রিয় প্রশাসন।

তারা সংখ্যালঘু হতো-ই যদি
কেমনে করে আন্দোলন?
আমরা সবাই বাংলাদেশী
শক্ত হাতে করবো দমন।

ইসলাম ধর্মে বিভেদ কেন?
ইজতেমাতে  মারামারি,
দ্রুত আইনে বিচার করলে
ভালো হবে তাড়াতাড়ি।

সন্ত্রাসী আর চাঁদাবাজি
কেউ নিও না মেনে,
প্রতিবাদী করো তোমরা
ভাগবে তারা জেনে।

ঘোষ বাণিজ্য বন্ধ করতে
এগিয়ে এসো সবাই,
চোর বাটপাররা এ দেশেতে
পাবে না আর রেহাই।

এই দেশ বিরোধী চক্রান্তে
লিপ্ত আছে যারা,
বাংলার মানুষ জেগে উঠো
রক্ষা পাবে না তারা।

ভিন্ন দেশের নাক গলানো
ছাড় দেব না কেউ,
লাল সবুজের পতাকাটা
আঁকড়ে ধরে নেও।
--------------
রচনাকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪
স্হানঃ মোমেনশাহী সেনানিবাস।