বিড়াল ডাকে মিউ মিউ
আদর করে কোলে নিও।
বিড়াল খাইছে দুধ ভাত
নিসা মণির মাথায় হাত।
বিড়াল দিয়েছে উঁচু লাফ
নিসা মণি কেন চুপচাপ।
নিসা মণিকে কাঁদিয়ে মিউ
পালিয়ে গেলো টিউটিউ!
নিসা মণির খেলার সাথি
বিড়ালটাকে খুঁজতে থাকি
হঠাৎ দেখি বিড়াল এলো
নিসা মণি খুব খুশি হলো।