বিজয় দিবস
কাজী আলম

বিজয় নিয়ে লিখতে গেলে
আনন্দের নেই শেষ
১৬ ই ডিসেম্বর বিজয় দিবস
স্বাধীন বাংলাদেশ।

বিজয় দিবস ফিরে এলেও
নাইতো খোকা ঘরে
দেশের জন্য প্রাণ দিয়েছে
যুদ্ধে একাত্তরে।

হরেক রকম বিজয় দেখি
আনন্দ দেয় বেশ
খেলার মাঠে স্লোগান তুলে
পুরস্কার নিয়ে শেষ।

রক্তে কেনা বিজয় আনা
গর্বিত এ দেশ
লাল সবুজে মিশে আছে
সোনার বাংলাদেশ।

ডিসেম্বর মানেই বিজয়ের মাস
ফুল ছিটিয়ে যাই
দেশাত্মবোধক গানে গানে
মুখরিত সবাই।  

লাল সবুজের পতাকাটি
উড়ছে সারা দেশে
বীর বাঙালির সৈনিকেরা
দিন কাটাচ্ছে হেসে।
--------------
রচনাকালঃ ১৬ ই ডিসেম্বর ২০২৪ ইং
স্হানঃ মোমেনশাহী সেনানিবাস।