বিদ্যালয়ে যাই
কাজী আলম ভূঁঞা
ঐ যে দেখো বন্ধুরা সব
বিদ্যালয়ে যায়
লেখা-পড়া করে তারা
ভিষণ মজা পায়।
পড়ার সময় পড়ে তারা
খেলার সময় খেলে
ঐ ছাত্রদের সবাই শুনি
ভালো ছেলে বলে।
ঐ যে দেখ কত খাবার
খাচ্ছে মজা করে
লেখাপড়া করে বিধায়
সবাই আদর করে।
লেখা পড়া করে তারা
অনেক বড় হবে
তাদের সাথে পড়ব আমি
রইবো না আর ঘরে।