ভালোবাসার গল্প শুনে
ভিষণ মজা পায়
বিচ্ছেদের এই কিচ্ছা শুনে
দুঃখ বেড়ে যায়।
যত প্রেম ততো জ্বালা
তবু পড়ে মালা
বিশ্বাসেতে ফাটল ধরলে
বিচ্ছেদের হয় খেলা।
বিচ্ছেদ হলো বেদনা-দায়ক
কেউ করে না আশা
ভালোবাসায় বেঘাত ঘটলেই
বিচ্ছেদ বাধে বাসা।
দেখে শুনে যাচাই করে
প্রেমের ফাঁদে পড়
নইলে বিচ্ছেদেরই আক্রমণে
ঘুনে ধরবে ঘর।