সতেরো বছর বয়সে চাকরি যখন হলো
খাঁচায় তখন বিবেক আমার বন্দি করে নিলো।
মত প্রকাশের স্বাধীনতা নেইতো আমার দেশে
সত্য কথা প্রকাশ করলে যাব আমি ফেঁসে।

আম গাছকে তাল গাছ বলতে যখন কয়
বিবেকটাকে বাধ্য করে মেনে নিতে হয়।
ছমির আলী দোষ করেছে সাজা পাই আমি
অন্যায় ভাবে দিয়ে সাজা সুখ পেয়েছো তুমি।

নিজের চোখে দেখি আমি কান দিয়ে শুনি
মুখটি যদি খুলি আমি বিপদ আসবে জানি।
অন্যায় কাজের প্রতিবাদ করতে ইচ্ছে করে
জবাবদিহির ভয়ে আমার বিবেক গেছে মরে।

আর কয়টা দিন পরে আমার চাকরি হবে শেষ,
নতুন করে বিবেক আমার কাজে লাগাবো বেশ।
বিবেক যখন প্রশ্ন( ?) করে, কষ্টে থাকি খুব,
বিবেক যখন মুক্তি পাবে তখন পাবো সুখ।
-----------------
রচনাকাল :  মার্চ ২০১৮
স্হানঃ কুমিল্লা সেনানিবাস।