দেশ বিদেশের মতিগতি
ভাবছি এখন আমি
ন্যায় অন্যায় ভুলে গিয়ে
দখল করছে ভূমি।
ইন্ধন দিয়ে সংঘাতে জড়ায়
স্বার্থ খুঁজে তার,
পরকাল বুঝি ভুলে গেছে
মরণ হবেনা আর।
কর্মের জন্য ঘুরে মানুষ
চিন্তায় পড়ে ভাঁজ
যোগ্যদেরকে তাড়িয়ে দিয়ে
অযোগ্যরা পায় কাজ।
স্বার্থ ছাড়া মানুষ এখন
হাঁটতে চায়না আর
লোভের বসত করে ক্ষতি
ভাবে না সে কার?