আমাকে শূন্যতায় রেখে চলে গেছো তুমি,
জানি আসবে না কভু...! তবু চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে আছি আমি..!

তোমার শূন্যতায় দীর্ঘদিন অতিবাহিত হলেও
দুঃস্বপ্নগুলো আজও কেন জানি হানা দেয়..
বেঁচে থাকার তাগিদের অবশিষ্ট..  
নিশ্বাসের গতি ও কেনে যেন কেড়ে নেয়..!

উড়াল দিয়েছে সুখের স্বপ্ন, পাহাড় কিংবা পর্বতে,
সু-দৃষ্টির অগোচরে..!
জানি তোমার দেওয়া বেসামাল দুঃখ ছাড়া..
আসবে না কিছুই ফিরে..!
চারদিকে শুধু শূন্যতা আর শূন্যতা আছে ঘিরে।

ভালো থেকো তুমি সুখে থেকো তুমি,
তুষের আগুনে না হয় জ্বলছি আমি..!
এতেই না হয় তোমার সুখের পূর্ণতা আর পূর্ণতা,
আমার ও পাওয়ার কম কীসের?  
চারদিকে শুধু শূন্যতা আর শূন্যতা..!
---------------------
রচনাকালঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫ খৃঃ
স্হানঃ রুপসী বাংলা টিভি অফিস, মগবাজার, ঢাকা