ভাংগা মনের ডাক্তার আমি
চিকিৎসা দেই মনের
মন খারাপের দেশে আমার
বোঝা আছে ঋণের।
মনের মাঝে কষ্ট নিয়ে
আছে সকল মানুষ
যোগ্য হয়েও মূল্য পায়না
মনের কষ্টে বেহুশ।
দেশে দ্রব্য-মূল্য নিয়ন্ত্রণে
ব্যর্থ কেন হয়?
অভাবে যে স্বভাব নষ্ট
কথা মিথ্যা নয়।
মন ভাংগা ও মসজিদ ভাংগা
সমান কথা কয়
ভাঙ্গা মনের কথা-গুলো
অন্তরে দাগ রয়।
ফেরাউনের পরিণতি দেখিয়ে
দূর করে দেই কষ্ট
ভাঙ্গা মনের ডাক্তার আমি
বুঝিয়ে দেই স্পষ্ট।