বাবা দিবসে আব্বা নেই
এমন দিবস প্রয়োজন নেই।
কে দিয়েছে বাবা দিবস?
কেঁদে উঠে মনের হরস।
২১ নভেম্বর ২০১৯ থেকে
আমি যেন হয়ে আছি হাবা
কারণ সেদিন পরপারে চলে
গিয়েছেন আমার প্রাণপ্রিয় বাবা।
গভীর রাতে ঝড় তুফানে
রোগীর বাড়িতে সেবা দানে
চিকিৎসা করিত মনে প্রাণে
টাকা চাইতনা সবাই জানে।
বাবার মুখে মিথ্যা কথা
কেউ শোনেনি কোন দিন
বাবা তুমি দোয়া নিয়ে
অমর থাকবে চিরদিন।
লোকে মুখে শুনি যখন
আমার বাবার অনেক সুনাম
আফসোস করে বলি তখন
বাবার মতো হতে পারতাম।
বাবা মায়ের দিবস আমি
প্রতি দিন-ই পালন করি
মন থেকে দোয়া করে
জান্নাতি হোক কামনা করি।