আগষ্ট মাসে কান্নায় ভাসে
কালো ব্যাজ পরে,
১৫ ই আগস্টের রক্তের দাগ
বাঙ্গালীর ঘরে ঘরে।
শোকের মাসে তোমার ভাষণ
সারা দেশে চলে,
মুজিব তোমার বজ্র কণ্ঠ
কেউ যাবে না ভুলে।
মুজিব হত্যার রক্ত ঝরে
জমাট বেঁধে রয়,
মুজিব তুমি চলে গেলেও
ভুলার কথা নয়।
মুজিব হত্যা লিখতে গিয়ে
শোকাহত হলাম,
লোনাজলে চোখ ভেসে যায়
তবুও লিখে গেলাম।
১৫ই আগস্ট শোক পালনে
চলছে কাঙালি ভোজ,
১৫ই আগস্ট চলে গেলে
ক'জন রাখেন খোঁজ!
বেদনা আর শোকের মাতম
পুরো আগস্ট মাস জুড়ে
সারাদেশে পালিত হচ্ছে
দেখ না পাড়া মহল্লা ঘুরে।
---------