অস্ত্র আমার
কাজী আলম
অস্ত্র আমার চোখের মণি
তাই তো ভালোবাসি
তোমার দ্বারা শত্রু মেরে
যুদ্ধে জয়ে হাসি।
অস্ত্র শস্ত্র সাজ সরঞ্জাম
সাথে গোলা বারুদ
শত্রু সেনা মেরে আমি
মিটিয়ে দিই বিরোধ।
চোখের নেয়ে যত্নে রাখি
তৈল দিয়ে মালিশ
অস্ত্র তুমি আছো বিধায়
সবাই করে পালিশ।
এক বুলেটে এক শত্রু
অস্ত্রে আছে জাদু
স্বাধীনতা রক্ষা করে
ভোগ করি যে মধু।
তোমায় দেখে ভয় পাবেনা
এমন কেহ নেই
যুদ্ধ জয়-এর ভূমিকা তুমি
অস্ত্র আমার এই।
সশস্ত্র সালাম দিয়ে আমি
গার্ড অব অনার করি
লাল সবুজের পতাকা
উঁচু করে ধরি।