জাতীয় আরশি সাহিত্য পরিষদের শুভ জন্মদিন ঘিরে,
বছর ঘুরে এই আগস্ট মাসে আসছি সবাই ফিরে।
১২ই আগস্ট ২০১৫ সালে শুভ জন্ম ছিল তোমার
শত ফুলের সুগন্ধিতে আলোকিত আরশি পরিবার।
প্রায় দশ হাজার কবি সাহিত্যিক আছে তোমার গ্রুপে,
কাব্য কথায় মনের কথা প্রকাশ করেন ভিন্ন ভিন্ন রূপে।
ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, চিত্র প্রতিযোগিতার আসর
ফলাফলে আঁধার ভেঙ্গে সূর্য হাসে রচে কতো বাসর।
একদিন আরশিতে স্থান পেয়েছিলাম স্বপ্ন দুপুরে
সেদিন থেকেই মুগ্ধতা নিলাম আমার মনের মুকুরে।
লেখকদের প্রস্ফুটিত লেখা আমি পড়ি নিয়মিত,
নিজে লিখেও আরশির অনুপ্রেরণা পাচ্ছি অবিরত।
শুভ সকালে আরশির ভালোবাসায় দিনের হয় শুরু,
আরশিতে যখন শুভরাত্রি... তখন বুকটা দুরুদুরু।
আরশি তোমার প্রতিষ্টাতা প্রিয় প্রধান এডমিন স্যার
ভালোবেসে যিনি সবাইকেই করে নেন আপনার..!!